সোশ্যাল মিডিয়ায় বিদিশা-এরিকের আহাজারি

১৪ জুলাই, ২০১৯ ১৩:৩৩  
‘এজন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনো রাজনীতি।’ রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরই এরশাদের সাবেক স্ত্রী বিদিশা তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই আবেগঘন এমন স্ট্যাটাস দেন। হাসপাতালে ভর্তির পর থেকে সাবেক স্বামীকে নিয়ে প্রায়ই মুখ খুলেছেন বিদিশা। এমনকি এরশাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সিএমএইচ-এ গিয়ে বাবার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোআচেয়েছেন এরশাদ-বিদিশার সন্তান এরিক এরশাদ। তিনি বলেন,‘এটা কিভাবে হলো! আমার বিশ্বাস হয় না। আল্লাহ মাফ করুক ওনাকে। আমরা দোআ চাই ওনাকে বেহেস্ত নসিব করা হোক। ওনার মতো কেউ আসবে না কোনো দিন। কেউ আসবে না। সবাই ওনার জন্য দোআ করবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করেন। আমিন।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন এরিক। তার এই ভিডিওটি মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই।